সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা

আগামি ২৬শে জুন,বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে যুব জমিয়তের আয়োজনে বিভাগীয় যুব সম্মেলন। আজ (১৬ জুন) সোমবার বিকাল ৩টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় দায়িত্বশীলরা জানান- আমরা জমিয়ত করি,মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর জমিনে,আল্লাহর নেজাম, জমিয়তের দাওয়াত,জমিয়তের পয়গাম এই প্রতিপাদ্যকে সিলেটের যুবসমাজের মাঝে জাগিয়ে তুলতে হবে।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এম বেলাল আহমেদ চৌধুরী, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা মাসুম আল মাহদি, হাফিজ মনসুর আহমেদ, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবুল হাসনাত, মাওলানা আব্বাস আল মাহমুদ, মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা নোমান সিদ্দিক, মাওলানা রেজওয়ান আহমেদ চৌধুরী, মাওলানা তোফায়েল আহমেদ কামরান প্রমুখ।
বৈঠকে বিভাগীয় সম্মেলন সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে রুমন(২২) এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেনRead More

মদনমোহন কলেজ ছাত্রদল সভাপতি নির্বাচিত হওয়ায় কামরান উদ্দিন অপুকে সংবর্ধনা
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁওRead More