সুরমা নদী থেকে অবৈধ মাটি উত্তলন বন্ধ ও নদীর পার ভাঙ্গন রক্ষার দাবিতে মানববন্ধন ও সভা

সিলেট সদর উপজেলার তিলকপুর শিবের খলা ও আমির উল্লাহ হজ এর অংশে সুরমা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তলন বন্ধ ও নদী ভাঙ্গন রক্ষার দাবিতে বৃহত্তর লামা কাজী এলাকাবাসীর উদ্যোগে খিত্তারগাঁও জামে মসজিদ সংলগ্নে জনসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকালে বিশিষ্ট মুরব্বী গোলাম মুস্তফার সভাপতিত্বে ও আবু সাইদ ইউসুফের পরিচালনায়, সভায় দাবির প্রতি একাত্মতা ঘোষনা করে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, খিত্তারগাঁও জামে মসজিদের কোষাধক্ষ্য গোলাম ছরওয়ার, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হাসিম, কাওছার আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম, সহ সভাপতি ময়না মিয়া, ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সাহাব উদ্দিন, সাবেক মেম্বার সিরাজ মিয়া, সেলিম উদ্দিন, সেবুল আহমদ, আব্দুল হাই, ইসাদ আলী, নোমান আহমদ, আব্দুল হক, সুলতান খান, আব্দুল আলী কুদ্দুছ আলী, জুবায়ের আহমদ, লোকমান আহমদ মনছুর, এখলাছুর রহমান, মোহাম্মদ আলী, রফিক মিয়া, রহমত আলী সালামত, ইসলামি ছাত্র শিবির ৫নং ওয়ার্ড সহ সভাপতি মুক্তাদির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, গ্রাম বাচানোর স্বার্থে অনতি বিলম্বে নদী থেকে মাটি উত্তলন বন্ধ করা জরুরি। কারণ নদীর পারে অনেক কৃষি জমি রয়েছে। এখানে ২/৩ ফসল ধান ও সাক— সবজি উৎপাদন করেন কৃষকরা। মাটি উত্তলনের ফলে কৃষি জমি নদী গর্ভে চলে গেলে মানুষের দূর্গতি বেড়ে যাবে। তাই সিলেট জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসনকে মানবিক দিক বিবেচনা করে এলাকাবাসীর পক্ষে এগিয়ে আসা প্রয়োজন।
Related News

জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলা জামায়াতের প্রচার মিছিল
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল বলেছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাংলাদেশেরRead More

রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত
রোটারি ক্লাব অব সিলেট ক্বিন ব্রিজ-এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই এয়ারপোর্টস্থRead More