সাইক্লোনের স্মরণসভা কবি মুকুল চৌধুরী সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন, ডা. বাবুল হোসাইন

কবি মুকুল চৌধুরী সিলেটের সাহিত্য জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি ছিলেন একজন বিশ্বাসী কবি। তার কবিতা হচ্ছে সেই কবিতা যেখানে গভীরতা অত্যন্ত গভীরভাবে লুকিয়ে আছে। তার কবিতায় আধ্যাত্মিকতা, সমাজসচেতনতা, ফুল-পাখি-নদী প্রকৃতি চমৎকারভাবে ফুটে উঠেছে। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং তার সাহিত্য অধ্যয়নের মাধ্যমে আমরাও সমৃদ্ধ হবো।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৭ তম সাহিত্য আসরে ‘কবি মুকুল চৌধুরীর কাব্যভাবনা ও জীবন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে লালন শাহ্ ফাউন্ডেশন ইউকে চেয়ারম্যান ডা. এইচ এম বাবুল হোসাইন এ কথা বলেন।
মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গতকাল সোমবার রাতে যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর কবি সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন, মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবিব, দয়ামীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাব্বির আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল।
সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় অনুষ্ঠানে মৃল প্রবন্ধ পাঠ করেন সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলি এবং আলোচনায় অংশ নেন গবেষক-ব্যাংকার মোশতাক চৌধুরী, শিক্ষাবিদ কবি ছয়ফুল আলম পারুল, সুফি আকবর, সমাজসেবী সৈয়দ রেজাউল হক, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, গীতি কবি ওমর ফারুক, কবি কামাল আহমদ, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, আব্দুস সামাদ, ছাত্রনেতা কে এম জুমায়েল বক্স, এ বি এম হাসান চৌধুরী, এহসান ই-এলাহী তুষার, মোঃ মুছলেহ উদ্দিন মুনাঈম প্রমুখ।
Related News

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুরের মৃত্যুতে সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের শশুর দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি নিবাসী জনাব আব্দুসRead More

যুবদল নেতা সামাদ আহমেদ সাজুর পিতার মৃত্যুতে সিলেট সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের ১ম সহ কৃষি বিষয়ক সম্পাদক, সদর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক জেলাRead More