Main Menu

সদরের চানপুরে নদী ভাঙ্গন পরিদর্শনে খন্দকার মুক্তাদির, অনতিবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চানপুর গ্রামে নদী ভাঙ্গন পরিদর্শনে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সংশ্লিষ্ট্রদের প্রতি অনিতিবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, সুরমার নদীর তীব্র ভাঙনের কারণে চানপুর গ্রামটি বিলিন হতে চলেছে। ইতোমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতঘর, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। বর্তমানে হুমকির মুখে গ্রামের প্রায় দেড় শতাধকি ঘরবাড়ি। ইতোমধ্যে বিশটির মত বাড়ী নদীগর্ভে চলে গেছে। নদী ভাঙনের কারণে বসতভিটা নিয়ে গ্রামবাসী আতঙ্কে দিনযাপন করছেন। এভাবে ভাঙতে থাকলে গ্রামটি প্রায় বিলীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব গ্রামবাসীকে ভাঙন থেকে রক্ষায় পানী উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় খন্দকার মুক্তাদির আরো বলেন, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করবো।
শনিবার (১০ মে) বিকেলে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান একে এম আব্দুল্লাহ, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী ও গোলাম কিবরিয়া, যুক্তরাজ্য প্রবাসী চানপুর গ্রামের মুরব্বী অব্দুন নুর, হাজী আব্দুল মন্নান, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম, জেলা যুবদল নেতা রোটারিয়ান দেলোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ছায়াদ আহমদ, সদর উপজেলা যুবদল নেতা সুন্দর আলী, জাইম আহমদ ও জামাল অহমদ প্রমুখ।
এর আগে গ্রামবাসী নদীর পাড়ে দাড়িয়ে মানববন্ধন পালন করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *