Main Menu

দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে সর্বদা প্রস্তুত বিএনপি: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে বিএনপি প্রস্তুত। তিনি বলেছেন, আমরা একত্রে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সবসময় দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যে কোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করবে। তিনি বলেন, স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে। পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি।
তিনি বলেন, দেশের মানুষের প্রয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রদান করেছে। সেখানে তিনি ৩১ দফায় উল্লেখ করেছেন, এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরে ও গ্রামে কৃষি জমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে। পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে।
তিনি শনিবার (১০ মে) সিলেট সদর উপজেলার ৭নং মোগলাগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কাজীরগাঁও প্রাইমারী স্কুল মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিএনপি নেতা শাহাবুদ্দিন গেদা উল্লাহর সভাপতিত্বে ও যুবদল নেতা সামাদ আহমদ এবং পারভেজ আহমদ যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিস আলী, দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ১ম যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মুজিবুর রহমান মেম্বার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, জেলা যুবদলের ১ম সহ সাংগঠনিক আলিউর রহমার আলী, যুগ্ম আহবায়ক নুরুল আলম।
রিয়াজুল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য আঙ্গুর আলম, বাবুল হোসেন, আশিকুর রহমান আশিক, ফয়ছল আহমদ, মিনহাজ আবদিন, লিটন আহমেদ, সম্রাট আহমদ, মাছুম আহমদ, গৌউস উদ্দিন, ছানা মিয়া, আল আমিন, রাসেল আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *