সিলামে বিএনপি নেতাকে কুপিয়ে আহত
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের নিজ সিলাম প্রতিপক্ষের হামলায় রিফল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।গত ২৭এপ্রিল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম রাস্তার মুখ পয়েন্টে এই ঘটনা ঘটে।গুরুতর আহত রিফল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।জানা যায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করেন রিফল। রাতে তিনি সিলাম রাস্তার মুখ পয়েন্টে অবস্থান করছিলেন। এমন সময় ১৫/২০জনের একদল লোক এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পারিবারিক সূত্রে জানা যায়, রিফলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র ধারা জখম করা হয়েছে, বাম পা ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।এ ব্যাপারে মোগলাবাজার থানার (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

