Tuesday, April 29th, 2025
কমলগঞ্জে ইকবালের মুত্যুর রহস্য উম্মোচনের দাবীতে ভেড়াছড়া এলাকাবাসীর মানববন্ধন

কমলগঞ্জ(মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেনের সুষ্টু তদন্তের মাধ্যমে মুত্যুর রহস্য উম্মোচন ও বিচারের দাবীতে ভেড়াছড়া গ্রামবাসীর আয়োজনে ২৯ এপ্রিল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভেড়াছড়া হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে মানববন্ধন অনুষ্টিত হয়।মানববন্ধন শেষে এক সমাবেশ অনুষ্টিত হয়।সমাবেশে ভেড়াছড়াসহ বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। বিশিষ্ট মুরব্বি আব্দুল বারিকের সভাপতিত্বে ও মুফতি আব্দুল মোহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ,নিহত ইকবালের শশুড় জুনাব আলী,মো: রুমন আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,মোশাহিদ আলী,আব্দুস সোবহান,নজরুল,কবির উদ্দিন,শফিকুল ইসলাম সুফি,সৈয়দ তারেক আহমদ,ও আয়েশা বেগম প্রমুখ। এসময় বক্তরাRead More
সিলামে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের নিজ সিলাম প্রতিপক্ষের হামলায় রিফল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।গত ২৭এপ্রিল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম রাস্তার মুখ পয়েন্টে এই ঘটনা ঘটে।গুরুতর আহত রিফল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।জানা যায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করেন রিফল। রাতে তিনি সিলাম রাস্তার মুখ পয়েন্টে অবস্থান করছিলেন। এমন সময় ১৫/২০জনের একদল লোক এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখমRead More