কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষিকার বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান

কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না বালা নাথ, নুরজাহান বেগম ঝর্না, লাইলী পুরকায়স্থ ও শুভদ্রা পুরকায়স্থ এর অবসরজনিত বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের খাদিমনগরস্থ কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হযরত শাহ পরান (র:) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ও কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হযরত শাহ পরান (র:) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সহ শিক্ষিকা এস এম হাসিনা বেগম এর পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন তালুকদার, প্রাক্তণ ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসান আহমদ চৌধুরী, কাবুল আহমেদ খাদিম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় দেবনাথ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না বালা নাথ, নুরজাহান বেগম ঝর্না, লাইলী পুরকায়স্থ ও শুভদ্রা পুরকায়স্থ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিবৃন্দ, প্রাক্তন শিক্ষক, ও প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, শিক্ষকরা দেশের সম্পদ। তারা হচ্ছেন আলোকিত মানুষ গড়ার কারিগর। ছোট থেকে তিলে তিলে করে একজন ছাত্রকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান পথপ্রদর্শক হলেন শিক্ষকবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে, ড. তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটিRead More
সিলেটে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব: সুষম উন্নয়নের স্বার্থে সঠিক জরিপ ও তথ্য প্রদানের বিকল্প নেই
পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগমRead More