অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা হানিফ আলীর রাষ্ট্রীয় মযার্দায় দাফন সম্পন্ন
সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাছিরপুর গ্রাম নিবাসী অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা হানিফ আলীর রাষ্ট্রীয় মযার্দায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টায় নগরীর রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার বাদ জোহর বাছিরপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মযার্দায় প্রদান করা হয়েছে।
এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক হানিফ আলীর মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর একটি চৌকষ দল গ্রামের বাড়িতে আসেন। জানাজা শেষে জন সম্মুখে তার পরিচয় তুলে ধরেন এবং “গার্ড অব অনার” প্রদানের মাধ্যমে সামরিক মযার্দায় অতিসম্মানের সহিত করার বহন করে দাফন কাজে অংশগ্রহণ নেন। হানিফ আলীর মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম,সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সভাপতি মোঃ রইছ আলী, কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মানাফ, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক মিয়া, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, নজরুল ইসলাম ফারুক ও ফয়েজুল ইসলাম প্রমুখ।
অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা, ৭নং ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটার হানিফ আলী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আল ইমরান।
নেতৃবৃন্দ মরহুমের ছেলে— মেয়ের পরিবার, আত্মীয়—স্বজনের প্রতি আন্তরিক সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সব নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মযার্দায় দান করুন। তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধী ও অসহায় গরীব ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ওRead More
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আব্দুল মালেক মেম্বারের শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক মেম্বারRead More

