Main Menu

সিলেটে প্রস্তুতি সারছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আসছে বুধবার

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ইতোমধ্যে বাংলাদেশ দল প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এই সিরিজ সামনে রেখে লাক্কাতুরায় তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। রবিবার ও সোমবার স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল অনুশীলন করেলেও আজ থেকে অফিসিয়াল অনুশীলন শুরু হয়েছে।

এদিকে, দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দলটি ঢাকায় রাত্রিযাপন করে ১৬ এপ্রিল সকালে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে। সকাল ১১টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা।

জিম্বাবুয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে। এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় মাত্র দুটি। কিছুটা দুর্বল প্রতিপক্ষ হলেও জিম্বাবুয়েকে হালকা ভাবে দেখছে না লাল-সবুজ দল। তাইতো জিম্বাবুয়ের বিপক্ষে ভালোভাবে প্রস্তুতি শুরু করেছে তারা। মঙ্গলবার সিলেটে তৃতীয় দিনের মতে নেটে ঘাম ঝড়িয়েছেন নাহিদ-হাসান-শান্ত-সাদমানরা।

লাক্কাতুরায় ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *