Main Menu

সিলেটে ৭ দম্পতির যৌতুক বিহীন গণবিবাহ

সামাজিক সচেতনতার লক্ষে ৭ দম্পতির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের আয়োজনে আজ শুক্রবার (১১ এপ্রিল) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর রিসোর্টে এ গণবিবাহ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ট্যুর প্যাকেজ

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সংগঠন “কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে” উপজেলায় প্রতিবছর বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এবার তারা গণবিবাহের আয়োজন করে। যৌতুক বিহীন এই বিয়েতে তারা বর ও কনের পোশাকের পাশাপাশি তাদের কর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। তাছাড়া বর কনের সংসারের প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম এবং লেপ-তোষক দিয়েছেন আয়োজকরা।

গণবিবাহে বরদের পরনে ছিল পাঞ্জাবি ও পাগড়ি আর কনেদের পড়নে ছিল লাল বেনারসি শাড়ি। অনুষ্ঠানে রীতি অনুযায়ী খাওয়া-ধাওয়া আনুষ্ঠানিকতা থেকে শুরু করে সবকিছুই ছিল চোখে পড়ার মতো। দুই পক্ষের পরিবারের লোকজনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গণবিয়ের অনুষ্ঠানে আসা বর-কনেরা জানান, আলাদা করে বিয়ের অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই তাদের। গরিব হওয়া সত্ত্বেও ধুমধাম করে বিয়ের আয়োজনে খুশি তাদের স্বজনেরাও। স্বজনরা বলেন, এমন ধুমধাম করে বিয়ে দিতে পারব তা কল্পনাও করতে পারিনি। এমন সুন্দর পরিবেশে বিয়ে হওয়ায় খুবই আনন্দ লাগছে।

সামাজিক ব্যধি যৌতুক এর বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

যৌতুক বিহীন গণবিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক তোতিউর রহমান।

কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকের বাংলাদেশ চ্যাপ্টার ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল খায়ের, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এড. কামাল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি জহুরুল হক আহাদ, সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান আলকাছ আলী, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাসুম আহমদ, বিএনপি নেতা জুয়েল আহমদ প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *