রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে গড়ে তুলতে হবে, এম এ হান্নান

সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান বলেছেন পবিত্র রমজানের মাগফেরাতের শেষ দিন আজ। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে গড়ে তুলতে হবে। রমজান মাস কুরআন নাযিলের মাস। এ মাস ত্বাকওয়া অর্জনের মাস। এ মাসে আমাদেরকে বেশি বেশি এবাদত বন্দেগীতে মশগুল হওয়া প্রয়োজন। এ মাসে যত নেক আমল করব তথ্য বেশি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। তাই আসুন আমরা পরকালের সামান জোগাড় করি।
শুক্রবার (২১ মার্চ) সিলেট নগরীর জিন্দাবারস্থ একটি অভিজাত হোটেলে সিলেটস্থ দিরাই ধল উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংস্থার সভাপতি খালেদ মিয়ার সভাপতিত্বে, মুশাররফ হোসেন মহসিন ও সাখাওয়াত হোসেন চৌধুরীর সঞ্চালনায় মাহিফলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী বিশিষ্ট লেখক ও গবেষক আখতার হোসেন চৌধুরী, ধল উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি ওমর চাঁদ দাস বকু, বিশিষ্ট লেখক নুরুল হুসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, এপিপি এডভোকেট মির্জা হোসেন, . সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, চৌধুরী আমিরুল হোসেন, ধল উন্নয়ন সংস্থার সহ সভাপতি মকু মিয়া, পবিত্র তালুকদার, মনোরঞ্জন তালুকদার, রিংকু তালুকদার, লুহানি আহমদ, মো. হুমায়ুন কবির, সারফুদ্দিন মিয়া, মো. মধু মিয়া, আলী আক্তার প্রমূখ।
আলোচনা সভায় দুটি গুরুত্বপূর্ণ দাবী তুলে ধরা হয় এক দিরাই -ধল রাস্তার দ্রুত সংস্কার। দুই, ধল এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করা। বক্তারা বলেন দিরাই -ধল রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দ্রুত সংস্কার করতে হবে, কারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এদিকে ধল এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার দাবী দীর্ঘদিনের। এ দাবী আদায়ে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। বিশ্বের সুপরিচিত বাউল সাধক, একুশে পদক প্রাপ্ত শাহ আব্দুল করিম এর স্মৃতি বিজড়িত এই গ্রাম। কলেজ প্রতিষ্ঠা হলে শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More