Main Menu

সিলেটে জামায়াত কর্মীকে ‘যুবলীগ নেতা’ বানিয়ে প্রচার

সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের মহালদিক এলাকায় জামায়াতের এক কর্মীকে যুবলীগ নেতা বলে প্রচার করে চিহ্নিত ভূমিখেকো চক্র হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলনে তাকে হয়রানির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রামের ব্যবসায়ী মো. জয়নুল হক সোমবার সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রামের রইছ আলীর পুত্র নিজাম উদ্দিন এবং উমর আলীর পুত্র আবদুল করিমের নেতৃত্বে একদল ভূমিখেকো দীর্ঘদিন ধরে  ব্যবসায়ী জয়নুল হকের মালিকানাধীন ভূমি থেকে মাটি কেটে নেওয়ার পাঁয়তারা করছিল।
গত ১৫ জানুয়ারি রাতের আঁধারে উল্লেখিত লোকজন মাটি কাটার এস্ককেভেটর মেশিন দিয়ে জয়নুল হক এর স্ত্রীর নামীয় একটি ভূমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে সেখানে গভীর গর্তের সৃষ্টি করে। জয়নুল হক এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। ওই ঘটনার পর থেকে মামলার আসামি নিজাম উদ্দিন, আবদুল করিম, নূর মিয়া, ইউনুস আলী প্রমুখ ব্যক্তিরা ব্যবসায়ী জয়নুল হকের বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতা শুরু করেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, উল্লেখিত ব্যক্তিরা নিজেদের অপকর্ম ঢাকতে ব্যবসায়ী জয়নুল হকের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু করে। তারা সম্পূর্ণ মিথ্যা তথ্য সন্নিবেশিত করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ব্যবসায়ী ও স্থানীয় জামায়াত নেতা জয়নুল হককে যুবলীগ নেতা বানিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেন তারা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জয়নুল হক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, রাজনৈতিক মতবিরোধ থাকায় তার প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অনেক আগে থেকেই হয়রানিমূলক অপতৎরতা চালিয়ে আসছে। তিনি তাকে হয়রানির জন্য দায়ী এসব ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী জয়নুল হক। এ সময় উপস্থিত ছিলেন- মহালদিক গ্রামের মুরব্বি মশাহিদ আলী, শফিক মিয়া, নূরুল হক, আবদুল কাদির, আবদুল মজিদ লাল, ময়জুল মিয়া, খুর্শিদ আলম, শামসুল হক প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *