জলবায়ু সচেতনতা বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী- ‘ক্লাইমেট এ্যাকশন গ্রুপ’কে সম্মাননা প্রদান

বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট এ্যাকশন প্রকল্পের অধিনে জলবায়ু সচেতনতা বিষয়ে সামাজিক উদ্যোগ গ্রহণে অগ্রণী- ‘ক্লাইমেট এ্যাকশন গ্রুপ’কে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে সিলেট খাদিমনগর এফআইভিডিবি কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্র এফআইভিডিবি আয়োজনে, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গ্রীণ এক্সপ্লোর সোসায়াটি সহযোগী সংগঠনেরনের বাস্তবায়নে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
সমন্বিত আর্থিক সেবা কর্মসূচির পরিচালক রুহেল কবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক মো. ফেরদৌস আনোয়ার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াৎ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেটের সাধারণ সম্পাদক, সুরমা রিভার ওয়াটারকিপার, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল করিম কিম।
স্বাগত বক্তব্য রাখেন পরিচালক, লাইভলিহুড ইনহেন্সমেন্ট প্রোগ্রাম, মোঃ ফাহিম সারওয়াত।
প্রকল্প সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, কো-অর্ডিনেটর, এফআইভিডিবি নজরুল ইসলাম মনজুর।
সম্ভাব্য অংশগ্রহণকারী: জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধি, প্রকল্প কর্মকর্তা, প্রকল্পের নির্বাচিত ক্লাইমেট এ্যাকশন গ্রুপ লিডারগণ, জিইএস প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন পলিসি এন্ড প্লানিং কো-অর্ডিনেটর তাসমিয়া তারিফা চৌধুরী।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More