আল ফালাহ মিলনায়তনে জামায়াতের ইফতার মাহফিল

ভারত চায় এদেশকে অর্থনৈতিকভাবে শোষণ করতে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে দাস বানিয়ে রাখতে
-সাইফুল আলম খান মিলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য জননেতা সাইফুল আলম খান মিলন বলেছেন আমরা একটা মানবিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।আমাদের দেশ আমরাই গড়ে তুলবো।যেখানে মায়া- মমতা ও ভালোবাসা থাকবে।
তিনি আজ বিকাল ৫টায় ৩৫ নং ওয়ার্ড (হাতিরঝিল পূর্ব থানা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।থানা আমীর এডভোকেট জিল্লুর রহমান আযমীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের পরিচালনায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার,বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য ড.আনোয়ারুল হক,উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবুল হাশেম মুন্সী,হাবিবুর রহমান, আশিক ইকবাল, আনোয়ার হোসেন,থানা শিবির সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
সাইফুল আলম খান বলেন, ভারত চায় এদেশকে অর্থনৈতিকভাবে শোষণ করতে এবং রাজনৈতিকভাবে আমাদেরকে দাস বানিয়ে রাখতে চায়।যারা ভারতের এই ইচ্ছাকে বাস্তবায়নে করতে চায় আমরা তাদেরকে সমর্থন করতে পারিনা।
তিনি বলেন,নতুনরাই বাংলাদেশ গড়বে।সংস্কার ছাড়া নির্বাচন হলে পুনরায় ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করবে।হাজার হাজার বিপ্লবী জনতা এ জন্য জীবন দেয়নি। ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।আমাদের সংগ্রাম মানুষের মুক্তি না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
Related News

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি, সিলেটে আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ব্যাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮Read More

যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির, শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আগামীরRead More