সদর উপজেলা জামায়াতের সাবেক আমির সুলতান খানের পিতার জানাযা সম্পন্ন

সিলেট সদর উপজেলা জামায়াতের সাবেক আমির যুক্তরাজ্য প্রবাসী সুলতান খানের পিতার প্রবীণ মুরব্বি ৭ নং মোগলগাঁও ইউনিয়নের লামাআকিলপুর গ্রামের বাসিন্দা আলহাজ্ব হাতিম খানের জানাযা শুক্রবার বাদ আসর লামাকিলপুর গ্রামে সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজার ইমামতি করেন মরহুমের নাতি মামুন আহমদ।
আলহাজ্ব হাতিম খান আজ সকাল ৭টায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল হয়েছেন।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তরের সাবেক আমির ও অবিভক্ত সিলেটের নায়েবে আমি হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজির উদ্দিন, নায়েবে আমি আব্দুল লতিফ লালা, সেক্রেটারি মাওলানা আল ইমরান, সহকারি সেক্রেটারি মোঃ আমিনুর রহমান, মোঃ জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাজ আব্দুল মোনাফ, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার সাবেক মাওলানা তোজামুল আলী প্রমুখ।
এদিকে সদর উপজেলা জামায়াতের সাবেক আমির সুলতান খানের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আল ইমরান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাজ আব্দুল মোনাফ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Related News

একুশে পদকপ্রাপ্ত লোকসংগীত শিল্পী শ্রীমতি সুষমা দাশ আর নেই
একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজRead More

ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতির বাবার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী সাঈদ আহমদ এর বাবা মুছব্বিরRead More