পেট্রোবাংলা ও শাবিপ্রবির সমঝোতা স্মারক সই

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এবং পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) শাবিপ্রবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইফুল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক উপস্থিত ছিলেন। পেট্রোবাংলার পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জনেদ্র নাথ সরকার, প্রশাসন শাখার মহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন এবং রিজার্ভার অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মেহেরুল উপস্থিত ছিলেন।
চুক্তি সম্পর্কে পেট্রো বাংলার চেয়ারম্যান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিমিয়ের মাধ্যমে উভয়পক্ষ লাভবান হয়। উভয় প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা উন্নয়ন, যৌথভাবে সভা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি অয়োজনের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি পায়।
তথ্য আদান প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণালব্দ জ্ঞান শিল্প কারখানার বাস্তবিক কাজে ব্যবহার করা যায়। অনুরূপভাবে শিল্প প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠানের পুস্তকের জ্ঞানের সঙ্গে সমন্বয় সাধন করা আমাদের উদ্দেশ্য।
Related News

শাহ খুররম ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে, রেজাউল হাসান কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক প্যানেল মেয়র, শাহ খুররম ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিRead More

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মিরRead More