সিলেট সদরের পশ্চিম দর্শায় নদী ভাঙ্গনে আতঙ্কিত গ্রামবাসী

সিলেট সদর উপজেলার পশ্চিম দর্শা গ্রামবাসী সুরমা নদীর ভাঙ্গনে আতঙ্কিত। এর মধ্যে অনেক বাড়ি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যাবে। অস্তিত্বহীন হয়ে পড়বে অনেক পরিবার।
এ বিষয়ে আজ বুধবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলীর সাথে দেখা করেন এবং সমস্যার কথা তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের লোকজন। তারা বলেন, দীর্ঘদিন থেকে সুরমা নদীর পাড়ের পশ্চিম দর্শা গ্রামের একাংশে ব্যাপক ভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে বৈদ্যুতিক খুঁটা ও গ্যাস লাইন নদী ভাঙ্গনের মুখে পড়ে যাচ্ছে। ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয় এই ভাঙ্গন যে ভাবে বৃদ্ধি পাচ্ছে, তা অব্যাহত থাকলে পশ্চিম দর্শা ঐতিহ্যবাহী জামে মসজিদ, কবরস্থান, হাতিম চৌধুরী হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম দর্শা ঈদগাহ সহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সুতরাং বিষয়টি দ্রুত ভাবে দেখার দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এলাকাবাসীকে আশ্বস্ত করেন নদী ভাঙ্গন দ্রুত কার্যক্রম ভূমিকা রাখার চেষ্টা করবেন।
এসময় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী ফখরুল আহমেদ, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মনাফ, মুরব্বী মো. সুরুজ আলী, সাংবাদিক এম রহমান ফারুক, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ, আজাদ আহমদ মো. জসিম উদ্দিন।
Related News

সিলেটে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৬৮ দশমিক ৫৭
সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডেRead More

গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলনে যে শহীদরা জীবন দিয়েছেন,Read More