ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলা আয়োজিত

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশী শিক্ষার্থীদের তথ্য সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। এ আয়োজনের সহায়তা করেছে অ্যাড প্রোগ্রামস।
সোমবার (২৮ অক্টোবর) ঢাকার ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বিশ্ববিদ্যালয় মেলার উদ্বোধন করা হয়। সেখানে সম্ভাব্য শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।
এই মেলায় যুক্তরাষ্ট্রের ১০টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পান স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সম্ভাব্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল কাউন্সিলররা।
মেলায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো ছিল- • এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি • নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি • আইওয়া স্টেট ইউনিভার্সিটি • ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা
• ইউনিভার্সিটি অ্যাট বাফেলো, দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক • ইউনিভার্সিটি অব কানসাস • নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি • সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি • ডেপাও ইউনিভার্সিটি
• ইউনিভার্সিটি অব অ্যারিজোনা যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়্যাল অ্যাডুকেশন ইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এবং অ্যাড প্রোগ্রামসের সহযোগিতায় এই মেলায় ঢাকার বিভিন্ন স্থান থেকে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণ করেন।
এডুকেশন ইউএসএ যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়িত একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যা ১৭৮টি দেশে ৪২৫টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শকেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়।
উদ্বোধনী বক্তব্যে পাবলিক অ্যানগেইজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান যুক্তরাষ্ট্রে বাংলাদেশী শিক্ষার্থীদের অর্জনকে প্রশংসা করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে বাংলাদেশের শিক্ষার্থীরা নেতৃত্ব, খেলাধুলা, পারফর্মিং আর্টস, হ্যাকাথন ও বিতর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রস্তুত করছে। গবেষণায় উদ্ভাবন হোক বা সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা, বাংলাদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসে একটি স্থায়ী প্রভাব রেখে যাচ্ছে।’
তিনি আরো উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান, যা বর্তমানে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে শীর্ষ ১৩টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।
উল্লেখ্য, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। যেখানে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাঠানো দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান টানা দ্বিতীয় বছরের জন্য ১৩তম।
গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ২০১২-২০১৩ সালের তিন হাজার ৮২৮ থেকে ২০২২-২০২৩ সালে ১৩ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে।
সূত্র : ইউএনবি
Related News

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বুধবার (১৯ মার্চ) মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে মেক্সিকোরRead More

রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে জাতিসংঘ: গুতেরেস
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ক্যাম্পে রোহিঙ্গা মানসম্মত জীবনযাপন প্রয়োজন। এটি নিশ্চিত করতে সহায়তা করবেRead More