Main Menu

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জালাল উদ্দিন সমাজে হেয় করতে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে

তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানি সমিতির সহসভাপতি জালাল উদ্দিন অভিযোগ করেছেন একটি স্বার্থান্বেষী মহল সমাজে হেয় করতে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার কথা জানিয়ে জালাল উদ্দিন নিজেকে শ্রেষ্ঠ করদাতা উল্লেখ করে বলেন, ‘আমি একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে বেশ সুনামের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। আমি নিয়মিত কর প্রদান করার কারণে আয়কর বিভাগ থেকে বারবার শ্রেষ্ঠ করদাতা মনোনীত হয়েছি। তাছাড়া আমি ব্যবসায়ীদের সংগঠন ‘তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানী সমিতি’র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। যে কারণে সমাজে আমার একটি গ্রহণযোগ্য ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল সমাজে আমাকে হেয় করতে উঠে পড়ে লেগেছে। তারা আমার বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে।’
২৪ আগস্ট একটি স্বার্থান্বেষী মহল তামাবিলে একটি মানববন্ধনে তার ছবি ব্যবহার করায় তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, ‘নানা কারণে আমার ওপর ক্ষিপ্ত ব্যবসায়ীদের একটি ক্ষুদ্র অংশের ইন্ধনে আমার বিরূদ্ধে এই মানববন্ধন করানো হয়েছে।
আমার ভাবমূর্তি নষ্ট করে আমাকে সমাজে হেয় করার যারা চেষ্টা করছেন, তাদেরকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সেদু ও ব্যবসায়ী গজনফর আলী।
সৌদি আরবে সাড়ে ১৭ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
কাজির বাজার ডেস্ক

এক সপ্তাহের মধ্যে মোট ১৭ হাজার ৬১৬ জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। সোদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২২ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ২১৬ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং ২ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।
সোদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ৮৮৩ জন। তাদের মধ্যে ইয়েমেনি ৪১ শতাংশ, ইথিওপিয়ান ৫৮ শতাংশ এবং অন্যান্য দেশের ১ শতাংশ নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ১৪ হাজার ৫৪২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ এবং এক হাজার ৭১ জন নারী।
গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ৫ হাজার ৯২৬ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ ক‚টনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ২ হাজার ৭০ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চ‚ড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৯৫২ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদÐ এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *