মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষকদের পেশাগত বৈষম্য নিরসনের লক্ষ্যে মতবিনিময় সভা
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষকদের পেশাগত বৈষম্য নিরসনের লক্ষ্যে ৬ দফা দাবির প্রেক্ষিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সকালে সিলেট বিভাগ প্রাথমিক প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের আয়োজনে সিলেট পিটিআই হল রুমে শিক্ষক সমন্বয়ক ওয়েছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে, মো. নুরুল আমিন ও মো. শামছ উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সমন্বয়ক মো. আবুল খায়ের।
স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়ক মোঃ আবুল হোসেন।
বক্তব্য রাখেন সমন্বয়কগণের মধ্যে আহমদুল কিবরিয়া বকুল, গোলাম রব হাসনু, মো. সালিকুর রহমান, বিপ্লব পুরকায়স্থ, মোঃ শামসুল আলম,সুমন চন্দ্র তালুকদার, প্রমথেশ দত্ত,মোঃসিরাজুল ইসলাম,সাবেক শিক্ষক নেতা মো. ওয়াইছ মিয়া, সমন্বয়ক মোঃ আব্দুল কাইয়ূম মো: আজিজুর রহমান তহুর, মোঃ হারুনুর রশিদ,গণেশ পাল দীপু,আব্দুস শহীদ তাপাদার, মোঃ আব্দুল মালেক,মোঃ আব্দুল খালিক, মো. জিয়াউর রহমান, জেসমিন সুলতানা, সারোয়ার লিটন, লোকমান হেকিম, এনাম উদ্দিন, খাদিজা আক্তার, সেগুপ্তা কানিজ, অজয় কুমার দে, তাজউদ্দিন, শেলি সমাজপতি,নিকেতন দাস, তোফায়েল আহমদ চৌধুরী, আজমান আলী, নুহেল আহমেদ চৌধুরী, শামসুল ইসলাম, মোঃ আইয়ূব আলী,লায়েক মিয়া,রত্না বেগম, নুরুল ইসলাম, শামসুল ইসলাম, চান মিয়া, ছালেক মিয়া, হারুন রশিদ, রফিক মিয়া, এ এইচ এস আসাদুল ইসলাম, অনিল চন্দ্র শর্মা, মনসুর আহমদ, মোছা. নার্গিস আক্তার, সাজেদা খাতুন, রজত বিশ্বাস, মো. শিরহান কবির, মোছা. শামসুন্নাহার নূর, মোছা. মনোয়ারা বেগম, সাইফুল আলম, মিঠু লাল চক্রবর্তী, বিধান রঞ্জন দাস, মো. আনোয়ার হোসেন, শহীদ উল্লাহ, সঞ্জয় কুমার দাস, সুমন ভৌমিক, শামীম আহমদ, মোঃ সাইদুর রহমান ,নুরুল ইসলাম, মোছা. আনোয়ারা বেগম, গোলাম জিলানী, মো. রফিক উদ্দিন তালুকদার, মোঃ আব্দুর রহমান,
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল খালিক, গীতা পাঠ করেন কল্যাণ ব্রত বিশ্বাস।
মতবিনিময় সভায় বক্তারা দাবি তুলেন, ১. বেতন বৈষম্য দূর ও শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি এবং শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা। ২. শিক্ষকদের প্রমোশন উন্মুক্তকরণ করতে হবে। ৩. বকেয়া টাইম স্কেল প্রদান সহ বেতন জটিলতা নিরসন করা। ৪. নন ভ্যাকেশন সার্ভিসে পরিগণিত করণ। ৫. প্রশাসনিক জটিলতা নিরসন। ৬. চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত পদোন্নতি দেওয়া।
Related News
সিলেটে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলো সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিল। আগামীতেও নীতিতে অটল থেকে প্রথম আলোর যাত্রাRead More
কান্দিগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি বিশাল জনসভা অনুষ্ঠিত
বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। হঠাৎRead More