বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারি শিক্ষাক সাকি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, গবর্ণিং বডির দাতা সদস্য আজিজুর রহমান আজিজ, শিক্ষানুরাগী সদস্য আব্দুল গফফার বাশার।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ জাহাঙ্গীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক তাহমিনা সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক রাজিয়া সুলতানা, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক তানজিম হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক রুহুল আমিন, ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া আফরিন, আইসিটি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সাইফ, সহকারী শিক্ষক মোছা. আফিয়া বেগম, বিজয় লক্ষী দাস, জয়নব রাজিয়া, দুলাল চন্দ্র বিশ্বাস, ফারুক আহমদ, শিপ্রা ভট্টাচার্য, মোঃ মমিন শরীফ, আহমাদুল রশিদ বায়েজিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেন।
শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার ও সজীব নুর।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।
Related News

জালালাবাদ রোটারি ক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার (১লা জুলাই) থেকে রোটারী ক্লাব অব জালালাবাদ-এর বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিরRead More

স্কুল শিক্ষিকা রাখি দেবের ভাগ্যে টয়োটা কার, করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটের বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেট ঈদ উৎসব র্যাফেল ড্র’ ২০২৫ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।Read More