বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলার বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারি শিক্ষাক সাকি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, গবর্ণিং বডির দাতা সদস্য আজিজুর রহমান আজিজ, শিক্ষানুরাগী সদস্য আব্দুল গফফার বাশার।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ জাহাঙ্গীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক তাহমিনা সুলতানা, ইতিহাস বিভাগের প্রভাষক রাজিয়া সুলতানা, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক তানজিম হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক রুহুল আমিন, ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া আফরিন, আইসিটি বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সাইফ, সহকারী শিক্ষক মোছা. আফিয়া বেগম, বিজয় লক্ষী দাস, জয়নব রাজিয়া, দুলাল চন্দ্র বিশ্বাস, ফারুক আহমদ, শিপ্রা ভট্টাচার্য, মোঃ মমিন শরীফ, আহমাদুল রশিদ বায়েজিদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেন।
শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী তাসলিমা আক্তার ও সজীব নুর।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More