মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে, বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী
‘মাদকের আগ্রাসন দৃম্যমান, প্রতিরোধেই সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে রোববার সিলেটে পালিত হয়েছে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট এর যৌথ উদ্যোগে দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও চিত্রাংকণ এবং রচনা প্রতিযোগিতায় বিজীয়দের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার (এসডিসি) আবু আহমদ ছিদ্দীকী। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মলয় ভূষন চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মরা বিশেষ করে কিশোর-যুবকরা মাদকের কবলে মারাত্মকভাবে আসক্ত হচ্ছে। যা পরিবার-সমাজের উপর এর বিরূপ প্রভাব পড়বে, এমনকি সে নেজেই ধ্বংস হচ্ছে যাচ্ছে। অভিভাবকদের অতি শাসন-অতি আদর, এবং উদাসীনতার কারণে যেন সন্তারা মাদকে আসক্ত না হয়, সেই দিকে বিশেষ নজর রাখতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকের আগ্রাসন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজ-পরিবারের সভাইকে এগিয়ে আসতে হবে। মাদকের নাম পরিবর্তন করে উন্নত জাতের মাদক বিভিন্ন দেশে থেকে আসছে। সেই জন্য পারিবারিক-ধর্মীয় অনুশাসন বাড়াতে হবে। কোন শিশু-কিশোর-যুবক যাতে মাদকে আসক্ত না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে নিজেই এবং অভিভাবদেরকে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের প্রসিকিউটর মো: জীবন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরআরএফ, সিলেট কার্যালয়ের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো: হুমায়ুন কবির, সিলেট মেট্রোপলিটন পুলিশের ক্রাইম এন্ড অপারেশন’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: মাসুদ রানা, সিলেট রেঞ্জ’র ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, পিপিএ,(বার), পিপিএম, সিলেটে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জাকির হোসেন খান (পিপিএম), সিলেটের পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাসুদ হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংসদ’র নির্বাহী পরিচালক জামিল চৌধুরী , ক্লিনিকেল সাইকোলিজিষ্ট আব্দুল্লাহ জিয়াদ প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করে নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্র, বাধঁন, আহবান, প্রত্যাশা, প্রতিশ্রুতি, প্রেরণা ও এমইন লাইফ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়া করেন মাওলানা আলমগীর হোসেন, গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিবেকান্দ সজাপতী। -বিজ্ঞপ্তি
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More