Main Menu

রেডক্রিসেন্টের কেন্দ্রীয় বোর্ড সভায় মস্তাক পলাশ সংবর্ধিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. মো. উবায়দুল কবির চৌধুরী বলেছেন, মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ। এর মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা জীবনে অন্য কোন কাজে পাওয়া যায় না। উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মানবতার কল্যাণে আরো বেশি কাজ করার সুযোগ পেলেন মস্তাক আহমদ পলাশ। এ সুযোগকে কাজে লাগিয়ে মানবিক কাজে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস।
সোসাইটির কেন্দ্রীয় সদর দপ্তরে মঙ্গলবার (২.৭.২৪) অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২৮৫ তম বোর্ড সভায় কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে প্রদত্ত সংবর্ধনাকালে সোসাইটির চেয়ারম্যান ডা. উবায়দুল কবির চৌধুরী একথা বলেন।
সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সিলেটবাসীর পক্ষ থেকে সোসাইটির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কওে সভায় পর্ষদের অন্যতম সদস্য মস্তাক আহমদ পলাশ সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিশেষ করে কানাইঘাট উপজেলা বার বার বন্যা কবলিত হওয়ায় মানুষের দুর্দশার কথা তুলে ধরেন।
সোসাইটির চেয়ারম্যান ডা. মো. উবায়দুল কবির চৌধুরী অচিরেই সিলেটের বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান লুতফুর রহমান চৌধুরী হেলাল, ট্রেজারার মোহাম্মদ আব্দুস সালাম, বোর্ড সদস্য মুন্সি কামরুজ্জামান কাজল, এডভোকেট সোহানা তাহমিনা, রবীন্দ্র মোহন সাহা রবি, মোহাম্মদ আব্দুল হামিদ, এডভোকেট মো: মাহবুবুর রহমান তালুকদার, রাজিয়া সুলতানা রুনা, গাজী মুজম্মিল হোসেন টুকু, এডভোকেট সিহাব উদ্দিন শাহিন, রেহানা আশিকুর রহমান প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *