দায়িত্ব গ্রহন করেছেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক
দায়িত্বগ্রহন করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক।
সোমবার (১১ জুন) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন।
এসময় উপস্হিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সিলেট-১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন,সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার,বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) এর ব্যুরোচীফ মকসুদ আাহমদ মকসুদ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর,সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ বিশিষ্টজনরা। পরে সুজাত আলী রফিক নতুন পরিষদ নিয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সঞ্চালনায় এসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম। এসময় অধ্যক্ষ সুজাত আলী রফিক সিলেট সদর উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।এরআগে সকালে তিনি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন। পরে সিলেট সদর উপজেলা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক।
Related News
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে, ড. মোহাম্মদ শহিদুল হক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডীন ড. মোহাম্মদRead More
কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশব্যপী আরো বিপ্লব ঘটাতে হবে, ড. কাজী মজিবুর রহমান
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, কন্দালRead More