চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
গত আসরে যেখানে শেষ করেছিল সিলেট, এবার যেন সেখাম থেকেই শুরু। একদম প্রথম ম্যাচ থেকেই পজেটিভ খেলা উপহার দিচ্ছে চা পাতার দেশের দলটি। পেয়েছে ভালো মানের পুঁজি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে যা যথেষ্ট।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে ব্যাট করতে নামে তারা। যেখানে মোহাম্মদ মিথুন আর নাজমুল হোসেন শান্তের দারুণ সূচনার পর জাকির হাসানের ঝড়ো অর্ধশতকে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৭ রান।
সেখান থেকে কার্টিস ক্যাম্ফারকে নিয়ে ৫১ বলে ৮২ রানের এক অবিচ্ছেদ্য জুটি গড়ে তুলেন জাকির হাসান। গত আসরের ছন্দ এই আসরেও যেন ধরে রেখেছেন তিনি। বরং বলা যায় আরো ধারালো, আরো শাণিত। মাত্র ৩২ বলে স্পর্শ করেন অর্ধশতক।
সেখানেই থামেননি জাকির। ইনিংসটাকে নিয়ে গেছেন ক্যারিয়ার সেরা উচ্চতায়। ক্যারিয়ারের তৃতীয় বিপিএল অর্ধশতককে নিয়ে গেছেন ৪৩ বলে ৭০ রানে। অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। ক্যাম্ফারকেও অবশ্য আউট করতে পারেনি, তিনি অপরাজিত ছিলেন ২০ বলে ২৬ রানে।
Related News
আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

