বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে টোয়াব সিলেট অঞ্চলের র্যালী ও আলোচনা সভা
”TOURISM & Green Investment” অর্থাৎ ”পর্যটনে সবুজ বিনিয়োগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে টোয়াব সিলেট অঞ্চলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সিলেট সিটিকর্পোরেশন ভবন প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
টোয়াব সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও রোটারি ৩২৮২ এর পাস্ট ড্রিস্ট্রিক্ট গভর্নর পিডিজি শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টোয়াব সিলেট অঞ্চলের আহ্বায়ক শিশু রোগ বিশেষজ্ঞ ডা: জাকারিয়া আহমদ ও ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল হোসেন কয়েছ।
টোয়াব সিলেট অঞ্চলের কার্যকরি নির্বাহী সদস্য রোটারিয়ান আলমগীর হোসাইন পিএইচপি এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে মো: মোজাম্মেল হোসেন, মো: মুহিবুল হক, দিদার আহমদ, মারুফ আহমদ এবং সিলেটের বিভিন্ন হোটেল ও মোটেল কর্তৃপক্ষের মধ্যে কাজী শহীদুল ইসলাম, নেছারুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

র্যালিতে অন্য রকম আকর্ষণ ছিল সিলেটের বিখ্যাত ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি। টোয়াবের পক্ষ থেকে সবাইকে টি-শার্ট, ক্যাপ, ছাতা প্রদান করা
Related News
স্বেচ্ছাসেবক দল নেতা রুমেল আহমদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মরহুম রুমেল আহমদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ১৫Read More
যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সংগঠক ময়নুল হক চৌধুরী হেলালকে ওসমানী বিমানবন্দর সংবর্ধনা
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট—নিউইয়র্ক মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ওRead More

