বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে টোয়াব সিলেট অঞ্চলের র্যালী ও আলোচনা সভা

”TOURISM & Green Investment” অর্থাৎ ”পর্যটনে সবুজ বিনিয়োগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে টোয়াব সিলেট অঞ্চলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সিলেট সিটিকর্পোরেশন ভবন প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
টোয়াব সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও রোটারি ৩২৮২ এর পাস্ট ড্রিস্ট্রিক্ট গভর্নর পিডিজি শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টোয়াব সিলেট অঞ্চলের আহ্বায়ক শিশু রোগ বিশেষজ্ঞ ডা: জাকারিয়া আহমদ ও ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল হোসেন কয়েছ।
টোয়াব সিলেট অঞ্চলের কার্যকরি নির্বাহী সদস্য রোটারিয়ান আলমগীর হোসাইন পিএইচপি এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে মো: মোজাম্মেল হোসেন, মো: মুহিবুল হক, দিদার আহমদ, মারুফ আহমদ এবং সিলেটের বিভিন্ন হোটেল ও মোটেল কর্তৃপক্ষের মধ্যে কাজী শহীদুল ইসলাম, নেছারুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
র্যালিতে অন্য রকম আকর্ষণ ছিল সিলেটের বিখ্যাত ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি। টোয়াবের পক্ষ থেকে সবাইকে টি-শার্ট, ক্যাপ, ছাতা প্রদান করা
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More