জেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তা ও সার্টিফিকেট বিতরণ
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। তাদেরকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এসডিজি’র লক্ষ্য পূরণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে নিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষনার্থীদের নিজের পায়ে দাড়াঁনোর উপর গুরুত্বারোপ করেন।
তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) সিলেট বাগবাড়ীস্থ সমাজসেবা অধিদফতরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহি উদ্দিন, ইউসেফ বাংলাদেশ সিলেট রিজিয়নের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মোক্তার হোসেন, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক।
বক্তব্য রাখেন- সিলেট জেলা সিলেট জেলা দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সভাপতি স্বপন কুমার ঋষি দাস, প্রশিক্ষণার্থী সপ্তমী রানী দাস, রিংকু বিশ্বাস প্রমুখ।
পরে ১০০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয় এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More