কুলাউড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ শালা-দুলাভাই গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত শালা-দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক।
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি হলেন- বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তার শ্যালক মো. জসিম মিয়া (২৭)।
ওসি আব্দুছ ছালেক জানান, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভাটেরা ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে ভাটেরা স্টেশন এলাকার একটি মার্কেটের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজে থাকা প্রাইভেটকারের ভিতর থেকে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে কারবারিদের গ্রেপ্তার করা হয়।
ওসি গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান, আরও দুই পলাতক মাদক কারবারিরা মিলে ৩/৪ দিন পূর্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ভাটেরায় এনে পরবর্তীতে সুবিধাজনক সময়ে তারা ঢাকায় বিক্রয় করার জন্য গ্যারেজে মজুদ রাখে। পলাতক দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শুক্রবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More