গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের মৌলিক কোর্স প্রশিক্ষণ সম্পন্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিজ্ঞ পাখিদের মৌলিক কোর্স প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জুন) বিকাল ৩টায় কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে হলদেপাখিদের উক্ত মৌলিক কোর্স প্রশিক্ষণ প্রদান করবেন শিক্ষকরা।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, খাদিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিক।
এসোসিয়েশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালমা বাসিত, শামিমা আক্তার নেভী। ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মৌলিক কোর্স প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহণ করেন তারা। সার্বিক সহযোগিতা করেন অফিস ম্যানেজার নাজির হোসেন, মানিক মিয়া, রেঞ্জার মাহবুবা জাহান রিমু, শাহানা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা
সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুলRead More

সিলেটে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ন্যায় ইনসাফ ও মানবিক দেশ গঠনে জামায়াতে ইসলাম কাজ করছে, মাওলানা হাবিবুর রহমান
সিলেট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য সিলেট জেলা আমিরRead More