Main Menu

বিপিএলে দেশী ক্রিকেটারদের ভালো করায় খুশি বরিশালের কোচ

বিপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষ হতে চলেছে। ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের দলগুলোও। সেই সাথে জমে উঠেছে টুর্নামেন্ট সেরার লড়াইও।

এবারের আসরে দেশীয় ক্রিকেটারদের আধিপত্য নজর কাড়ার মতো। বলা যায় এবারের বিপিএলে চলছে স্থানীয়দেরই রাজত্ব। যার স্বীকৃতি দিলেন মিজানুর রহমান বাবুল।

দেশের ক্রিকেটের পরিচিতমুখ মিজানুর রহমান বাবুল। সাকিব-তামিমদের অন্যতম প্রিয় কোচ তিনি। বিপিএলেও তার চাহিদা আকাশচুম্বী। এবারে এই কোচ কাজ করছেন ফরচুন বরিশালের হয়ে, দলটির সহকারী কোচ তিনি। ফলে খুব কাছে থেকেই দেখছেন সাকিব-বিজয়, মিরাজদের। তবে শান্ত, জাকির হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়রাও তার দৃষ্টির বাহিরে নেই।

রোববার বিপিএলে কোনো ম্যাচ ছিল না। খেলা না থাকায় মিরপুরের অ্যাকাডেমি মাঠে দলগত অনুশীলনে আসে ফরচুন বরিশাল। অনুশীলন শেষে দলটির সহকারী কোচ মিজানুর রহমান বাবুল গণমাধ্যমের সাথে কথা বলেন। যেখানে তিনি দাবি করেন, এবারের বিপিএলে দেশের ক্রিকেটাররাই রাজত্ব করছেন।

তিনি বলেন, ‘অন্যান্য বিপিএলের সাথে এ আসরের তুলনা করলে দেখবেন, আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। বিশেষত সিলেটের উপরের দিকে যে ব্যাটাররা আছে, রানের টেবিলে তারাই সবার উপরে অবস্থান করছে।’

আগের দিন কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন দেশীয় ক্রিকেটারদের নিয়ে বেশ হতাশা প্রকাশ করেন। আজ বাবুল তার বিরোধিতা করে বলেন, ‘ওভাবে হতাশার কথা ব্যক্ত করে তো লাভ নেই। আমাদের ছেলেরা অবশ্যই ভালো করছে। আর স্পিনারদের কথা বললে কুমিল্লার তানভীর ও মেহেদি ভালো বোলিং করছে। অন্যবারের চেয়ে আমাদের ছেলেরা দূর্দান্ত খেলছে।’

দেশীয় ক্রিকেটারদের মাঝে তৌহিদ হৃদয়ের নাম আলাদাভাবে উল্লেখ করেছেন বাবুল। অবশ্য এমনটা করার কারণও আছে, সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার আসরে মাত্র ৯ ম্যাচ খেলেই আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। ব্যাটিং গড় প্রায় ৫৩, সাথে স্ট্রাইকরেট দেড় শ’ ছুঁই ছুঁই করে।

হৃদয়কে নিয়ে বাবুল বলেন, ‘তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে; ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিলাম। সেখানেও খুব ভালো ক্রিকেট খেলেছে। তার ভালো একটা দিক হচ্ছে, সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে। একইসাথে সে খুব সাহসী ও মেধাবী ছেলে। আমাদের এই ধরনের ক্রিকেটার খুব দরকার।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *