ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গণেশ সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। গণেশ সিং ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার বাড়ির একটি গাছে ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, “বাড়িতে আম গাছে পতাকা টানাতে উঠেছিল ওই যুবক। সেখানে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার গিয়েছিল। সেই তারে জড়িয়েই তার মৃত্যু হয়।”
Related News

আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More