শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছয় জাতির শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত সুপার লিগের শেষ ম্যাচে স্বাগতিকরা ৪-০ গেম পয়েন্টে নেপালকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে।
বাংলাদেশ সুপার লিগে দুই খেলায় ৩ ম্যাচ পয়েন্ট ও ৬ গেম পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেছে। শ্রীলঙ্কা ৩ ম্যাচ পয়েন্ট ও ৫ গেম পয়েন্ট পেয়ে রানার্স-আপ ও নেপাল ১ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। ছয় জাতির এই ইভেন্টে পাকিস্তান চতুর্থ, মালদ্বীপ পঞ্চম ও ভুটান ষষ্ঠ হয়েছে।
আজ অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশের পক্ষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে নেপালের ফিদে মাস্টার রাজভান্ডারি রিজেন্দ্রা, ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা, সিঙ্গেশ দাস রাজেন্দ্রা ভাজরাচারিয়াকে হারিয়েছেন।
দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪ হাজার ও রানার্সআপ শ্রীলঙ্কা ৩ হাজার ডলার করে পেয়েছে। এছাড়া তৃতীয়স্থান প্রাপ্ত নেপাল ২ হাজার, চতুর্থস্থান প্রাপ্ত পাকিস্তান ১ হাজার ডলার পুরস্কার পেয়েছে।
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More