Main Menu

দল না জিতলেও ইতিহাস গড়েছেন আয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের আয়ান আফজাল খান। নেদারল্যান্ডসের বিপক্ষে সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে খেলার নজির গড়েছেন তিনি।

স্পিনিং অলরাউন্ডার আয়ান খান ১৬ বছর ৩৩৫ দিন বয়সে বৈশ্বিক মঞ্চে খেলতে নেমেছেন। তার আগে এত কম বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার নজির নেই।

সর্বকনিষ্ঠ হিসেবে এতদিন খেলার নজিরটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। তিনি ২০০৯ সালে ১৭ বছর ৫৫ দিন বয়সে সেবার টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন।

আয়ানের অভিষেকও হয়েছে গত সেপ্টেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলেছেন তিনি।

অবশ্য ইতিহাস গড়ার দিনে সাজঘরে ফেরার পথে মুখ থুবড়ে পড়েও গিয়েছিলেন আয়ান। ৮ নম্বরে ব্যাট করতে এসে আউট হয়েছেন ৫ রানে। সাজঘরে ফেরার সময় বাউন্ডারি লাইন অতিক্রম করতে গিয়ে ঠিকমতো মনোযোগ দেননি। উপুড় হয়ে মাটিতে পড়ে গেছেন তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *