Main Menu

বাবর-রিজওয়ান থেকে কী পরামর্শ পেলেন লিটন

টি-২০ ক্রিকেটে চলতি বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন লিটন কুমার দাস। আজ বৃহস্পতিবার নিজের জন্মদিনেও দেশের পক্ষে ৬৯ রানের দারুণ একটি ইনিংস উপহার দিয়েছেন তিনি। যার সুবাধে চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। এমনকি টি-টোয়েন্টিতেও টাইগারদের পক্ষে এই বছর সর্বোচ্চ রান লিটনের।

এই সুদিনেও গাফলতির ঘুমে নেই তিনি। জানান দিলেন এরপরও আরো উন্নতি দরকার তার। আর তাইতো আজ পাকিস্তান ম্যাচ শেষে বিশ্ব ক্রিকেটের দুই সেরা ব্যাটসম্যান বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান থেকে শেখার চেষ্টায় ব্যস্ত ছিলেন টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার ছিলেন লিটন। বোলারদের ব্যর্থতায় জয়ে জন্মদিন রাঙানো হয়নি এই লিটনের। তবে সামনে বিশ্বকাপে আরো ভালো পারফরম্যান্স করার লক্ষ্যে ম্যাচশেষে বাবর এবং রিজওয়ান থেকে বিভিন্ন ইস্যুতে টিপস নিচ্ছিলেন লিটন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাকিস্তান ক্রিকেট টিমের পেইজে এক ভিডিওতে দেখা যায়, বাবর লিটনকে বলছেন, ‘যত কম শুনবা তত ভালো। তত নিজের বিশ্বাসটা অটুট থাকবে। যদি কারো থেকে কিছু একটা শোনো, তখন নিজেরই একটু চেক করতে ইচ্ছে হবে।’

খুব সম্ভবত সমালোচনা থেকে মুক্ত থেকে কিভাবে ভালো পারফরম্যান্স করা যায়, সেই বিষয়ে বাবরের থেকে শেখার চেষ্টা করছিলেন লিটন। প্রায় একই ধরনের প্রশ্ন রিজওয়ানকেও করতে দেখা যায় টাইগার এই ক্রিকেটারকে।

যেখানে রিজওয়ানকে উদ্দেশ্য করে লিটন জিজ্ঞেস করেন, ‘যখন আপনি ভালো খেলেন, তখন তো সবকিছুই ভালো মনে হয়, আত্মবিশ্বাসও ভালো থাকে। কিন্তু যখন আপনি খারাপ খেলেন, তখন আপনি নিজের চিন্তা-ভাবনা কিভাবে পরিচালনা করেন।’

এর উত্তরে রিজওয়ান বলেন, ‘নিজেকে একটা বিষয়ের জন্য প্রস্তুত করো। তোমার লাইফের দশ ইনিংস বিবেচনায় নিলে প্রতিটিতে ভালো করবে এমনটা ভেবো না। বড় ক্রিকেটাররা প্রতি ১০ ম্যাচের চারটিতে ফ্লপ করবে এবং ছয়টিতে ভালো খেলবে এমনটাই বিশ্বাস করে।’

‘ক্রিকেট ম্যাচে তুমি ০, ১০, ৫০, ১০০ রানে আউট হতে পারো। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, পরিশ্রমের বিকল্প কিছু নেই।’ যোগ করেন রিজওয়ান।

পরিশ্রমের বিকল্প নেই, এই সত্য লিটনও নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছেন। আর তাইতো গত বছর অফফর্মের জন্য দেশের সর্বাধিক ট্রল হওয়া ব্যক্তি থেকে বছর ঘুরতেই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হয়েই ধরা দিয়েছেন তিনি।

এই বছর তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলে ৩৮ ইনিংস থেকে ৪৩.৭৭ গড়ে ১৫৭৬ রান করেছেন লিটন। যেখানে ৩ শতকের সাথে ১১টি ফিফটি রয়েছে লিটনের নামের পাশে। বাংলাদেশের পক্ষে পরের নাম আফিফ হোসেনের। তবে সেটি লিটনের মোট রানের অর্ধেকেরও কম। আফিফ ২৫ ইনিংসে করেছেন ৭৪০ রান।

এমনকি টি-টোয়েন্টিতেও লিটনের রান টাইগারদের মধ্যে সর্বোচ্চ ৪১৭ রান। আফিফের রান ৪০৫। বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজেও টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বাধিক ১৪২ রান এসেছে লিটনের ব্যাট থেকে। টাইগারদের পক্ষে সিরিজে সর্বোচ্চ রান করেছেন সাকিব, ৩ ইনিংসে ১৫৪ রান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *