Main Menu

হামজার জন্য অপেক্ষা করবে বাফুফে

বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরীকে চাইছে বাফুফে। এ বিষয়ে তার ক্লাব লিস্টার সিটি ক্লাবকে চিঠি দিয়েছিল বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। পাশাপাশি ধারে খেলা হামজার বর্তমান ক্লাব ওয়াটফোর্ডের কাছে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। তবে এখন হয়তো তাকে পাওয়া যাবে না। ভবিষ্যতে সুযোগ থাকবে। সেই সুযোগের অপেক্ষাতেই থাকবে বাফুফে।

আজ (মঙ্গলবার) জাতীয় টিমস কমিটির সভা শেষে কমিটি চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সংবাদমাধ্যমকে তেমনই ইঙ্গিত দিয়েছেন। হামজার সঙ্গে তার ক্লাবের মাধ্যমে সরাসরি যোগাযোগ করারও চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাজী নাবিল, ‘হামজা আমাদের জন্য গৌরবের বিষয়। সে বিশ্বের নামকরা ক্লাবে খেলছে। সে যেখানে বলেছে, সেই সাক্ষাৎকার (বাংলাদেশে খেলা প্রসঙ্গে) দেখেছি আমি। এর আগে তার ক্লাবে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে, আমাদের আগ্রহ প্রকাশ করে। তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাই। আমাদের এখানে সে আদৌ খেলতে আগ্রহী কিনা। সে কিন্তু বারবার মিডিয়ায় বলছে। আমরা কিন্তু সরাসরি তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি।’

হামজার সঙ্গে বাফুফে আগে থেকেই যোগাযোগ করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে চিঠির উত্তরও মিলেছে। সেই সূত্র ধরে বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল বলেছেন, ‘এর আগে আমরা রিপ্লাই পাইনি। অতি সম্প্রতি আমরা রিপ্লাই পেয়েছি। সেটা একটা গতানুগতিক রিপ্লাই। তারা আমাদের চিঠি রিসিভ করেছে। ভবিষ্যতে জানাবে বলেছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘প্রথমত আপনি চিন্তা করে দেখেন, সাক্ষাৎকারের (টেলিভিশনে) শুরুটা যদি খেয়াল করেন, দেখবেন তার (হামজা চৌধুরী) মূল লক্ষ্য হলো ইংল্যান্ড জাতীয় দলে খেলতে পারে কিনা। তার তো মূল লক্ষ্য ওটা। না হলে সে বলেছে, হ্যাঁ বাংলাদেশ হলে তার জন্য সম্মানের হতে পারে। আমরাও ওপেন আছি। যেকোনও সময় যদি তাদের থেকে পজিটিভ রেসপন্স পাওয়া যায়, আমরা আলোচনা করতে রাজি আছি।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *