জেলা প্রশাসকের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য বাঙালী জাতি লড়াই-সংগ্রাম করেছেন। জাতির পিতার আদর্শ ও স্বপ্নকে পূরণ করতে একটি উন্নত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্তরিকতার সহিত দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, শারদীয় দূর্গোৎসব সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব। সকল অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবভাবে কাজ করবো। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান।
সোমবার অষ্টমীতে তিনি নগরীর মির্জাাজাঙ্গাল, দাড়িয়াপাড়া এলাকায় পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত।
পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে স্বাগত জানান, এডভোকেট অশেষ কর, মদন মোহন কর্মকার, শ্যামল চৌধুরী, বীরেশ মল্লিক, প্রদীপ কুমার কর্মকার, বরুণ বণিক, মিহির দেব, বিধান পাল, হীরক দাস, রকি দেব প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More