শারদীয় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
কবিতাকে সাথে করে শারদীয় উৎসবকে আনন্দের বারতি খুশিকে মন ছুঁয়ে দিল শারদীয় আবৃত্তি প্রতিযোগিতা। রবিবার (২ অক্টোবর) আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে শারদীয় আবৃত্তি প্রতিযোগিতা। বিকেল ৪টা ৩০ মিনিটে লাক্কাতুরা পূজামন্ডপে ক ও খ দু’টি বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারকার্যে ছিলেন আবৃত্তি প্রশিক্ষক বিমল কর, ছড়াকার অজিত রায় ভজন ও ছড়াকার নিরঞ্জন চন্দ। প্রতিযোগিতার পর আলোচনা অনুষ্ঠানে বিমল করের সভাপতিত্বে প্রিয়াশ্রী কর পিউ’র সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিশির সরকার। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন পুরোহিত রক্ষা বিজয় ভট্টাচার্য, পূজা কমিটির সহ সাধারণ সম্পাদক লিটন গোয়ালা, কবি সংগঠক ধ্রæব গৌতম সাংবাদিক আরমান ফয়সল। ক বিভাগে প্রথম শুভেচ্ছা চৌধুরী ২য় ঋত্বিক দাস ৩য় লক্ষ্মী গোয়ালা এবং খ বিভাগে ১ম অর্পণ ২য় সূবর্ণা ও ৩য় স্থান অর্জন করে সোহানা চৌধুরী। প্রতি বিভাগে দশ জন করে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। কবি অজিত রায় ভজন ‘ ক্ষেমতা নানার ছাতি ‘ গ্রন্থটি আরও ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ সিলেট।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More