সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট’র উদ্যোগ মতবিনিময় সভা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্ট এর উদ্যেগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপার্সন রাজীব আহমেদ।
সভায় ট্রাস্টি বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন- ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান সদস্য শামীম আহমেদ, শাহিদা ইয়াছমিন চৌধুরী এবং ডালিয়া আহমেদ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, প্রস্তাবিত কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদ এর ডিন প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, আইন অনুষদ এর ডিন মাহমুদুল হাসান খান।
এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধানগন সভায় উপস্থিত ছিলেন।
সভায় সকলেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More