সিলেট ষ্টেশন ক্লাব লি. এর মহিলা উপ-পরিষদের শরৎ উৎসব পালন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর মহিলা উপ-পরিষদের শরৎ উৎসব পালন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ক্লাব হলরুমে মহিলা উপ-পরিষদের শরৎ উৎসবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক ২০২২ প্রাপ্ত মহিলা উপ-পরিষদের উপদেষ্টা পরিষদের আহ্বায়ক সিলেটের নারী নেত্রী সৈয়দা জেবুন্নেছা হক কে সংবর্ধনা প্রদান করা হয়।
শুরুতে সিলেট ষ্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ ও মহিলা উপ-পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ প্রভা সাহা সংবর্ধিত সৈয়দা জেবুন্নেছা হককে সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, ক্লাবের সদস্য (অর্থ ও পরিকল্পনা বিভাগ) হারুন আল রশিদ দিপু, সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সদস্য (বিনোদন বিভাগ) ফজলে এলাহী চৌধুরী, সদস্য (ক্রীড়া বিভাগ) জুম্মা আব্বাস রাজু, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) তানজিনা মুমিন আহমেদ, সদস্য (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান। মহিলা উপ-পরিষদ সদস্য তুলসী রানী দত্ত, রেবেকা ইয়াসমিন, অর্চনা বণিক, মুক্তার বেগম, শারমিন জাহান জুই, নাজনীন হোসেইন, উপদেষ্টা পরিষদ সদস্য জেবুন্নাহার সেলিম, রওনক জাহান, বিলকিছ জাহান চৌধুরী। এছাড়াও ক্লাবের নবীণ প্রবীণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
২য় পর্বে শারমিন জাহান জুঁই এর উপস্থাপনায় ক্লাব সদস্যদের সন্তানাদির পরিবেশনায় অনুষ্ঠিত হয় শরৎ উৎসবের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব সদস্যদের সন্তানাদির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তাসনিয়া তারান্নুম চৌধুরী, কায়নাত রাহনুমা সিদ্দিকা ঝিল, পারিজাত রাহনুমা সিদ্দিকা নিধি, অর্পিত বণিক, অংকিত বণিক, আরিয়ান আরিফ আব্বাস, শাহানা আশফাক, রত্নশ্রী রায়, তনয়া চক্রবর্তী, নানজিবা আহমদ, পারমিতা দেব প্রাচী, আদৃতা রায়, আরিয়ানা দেব। সবশেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ।
সংবর্ধনার জবাবে সৈয়দা জেবুন্নেছা হক সিলেট স্টেশন ক্লাবের মহিলা উপ-পরিষদ কর্তৃক তাকে এই সম্মননা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More