শেষ বলে সোহানের ছক্কায় বাংলাদেশের ১৬৯ রান
এ যেন প্রথম টি-টোয়েন্টির পুনরাবৃত্তি! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগের ম্যাচে ইনিংসের শেষ বলে ছক্কা মেরেছিলেন নুরুল হাসান সোহান। আজ (মঙ্গলবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ঠিক একই জায়গা দিয়ে ওই শেষ বলেই ছক্কা হাঁকালেন সোহান। তার শেষের ছক্কায় নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৯ রান।
প্রথম টি-টোয়েন্টি জিতে নেওয়ায় আজ সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সংগ্রহটা মন্দ হয়নি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, সোহানের ছোট তবে কার্যকরি ইনিংসে লড়াই করার মতো স্কোর গড়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এই সংগ্রহের পথে সবচেয়ে বড় অবদান মিরাজের। ওপেনিংয়ে নেমে এই ব্যাটার করেছেন ৪৬ রান। শেষ দিকে ইয়াসির ও সোহানের অবদানও কম নয়। ছয় নম্বরে নেমে ইয়াসির ১৩ বলে ১ চার ও ১ ছক্কায় খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। অন্যদিকে অধিনায়ক সোহান ১০ বলে ১ চার ও সমান ছক্কায় খেলেন হার না মানা ১৯ রানের ইনিংস।
আরব আমিরাতের সবচেয়ে সফল বোলার আয়ান খান। এই স্পিনার ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার সাবির আলী, আরিয়ান লাকরা ও কার্তিক মিয়াপ্পানের।
সাব্বিরের বিদায়:
প্রথম টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারেননি। ফলে দ্বিতীয় ম্যাচে তার বাদ পড়ার গুঞ্জন ছিল। তবে একাদশে টিকে গিয়েছেন সাব্বির রহমান। যদিও এই সুযোগটাও কাজে লাগাতে পারলেন না সাব্বির। ১২ রান করে বিদায় নিয়েছেন তিনি।
এশিয়া কাপ দিয়ে অনেক দিন পর জাতীয় দলের দরজা খুলেছে সাব্বিরের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে কিছু করতে না পারলেও সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। তারই অংশ হিসেবে আরব আমিরাতের সিরিজে ওপেনারের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। যদিও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান সামান্যই দিতে পারলেন। প্রথম টি-টোয়েন্টিতে রানের খাতা খোলার আগেই আউট। আর দ্বিতীয় ম্যাচে করলেন ১২ রান।
আরিয়ান লাকরার বলে এলবিডব্লিউয়ের শিকার সাব্বির। তার আগে ৯ বলের ইনিংসে মারেন ১ চার ও ১ ছক্কা।
থামলো লিটনের ইনিংস:
লিটন দাস ভালো শুরু পেয়েছিলেন। দারুণ সব শটও দেখা যাচ্ছিল তার ব্যাটে। যদিও ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার।
২৫ রান করে বিদায় নিয়েছেন লিটন। ১৬ বছর বয়সী আমিরাত স্পিনার আরিয়ান খানের শিকার তিনি। স্টাম্প ছেড়ে কাট করার চেষ্টা করেছিলেন লিটন। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। বল উঠে গিয়ে জমা পড়ে কার্তিক মিয়াপ্পানের হাতে। ফেরার আগে লিটন ২০ বলে ৪ বাউন্ডারিতে খেলেন ২৫ রানের ইনিংস।
থামলো লিটনের ইনিংস:
লিটন দাস ভালো শুরু পেয়েছিলেন। দারুণ সব শটও দেখা যাচ্ছিল তার ব্যাটে। যদিও ইনিংস বড় করতে পারেননি এই ব্যাটার।
২৫ রান করে বিদায় নিয়েছেন লিটন। ১৬ বছর বয়সী আমিরাত স্পিনার আরিয়ান খানের শিকার তিনি। স্টাম্প ছেড়ে কাট করার চেষ্টা করেছিলেন লিটন। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। বল উঠে গিয়ে জমা পড়ে কার্তিক মিয়াপ্পানের হাতে। ফেরার আগে লিটন ২০ বলে ৪ বাউন্ডারিতে খেলেন ২৫ রানের ইনিংস।
দুর্দান্ত ক্যাচে ফিরলেন আফিফ:
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন আফিফ হোসেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তার ব্যাটে ছিল রানের ইঙ্গিত। কিন্তু কার্তিক মিয়াপ্পানের অসাধারণ ক্যাচে শেষ হলো আফিফের ইনিংস।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন আফিফ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতাও কম হলো না। সেটির প্রমাণ ক্রিকেট বিশ্ব আরব আমিরাতের বিপক্ষে আগের ম্যাচেই পেয়েছে। ৫৫ বলে আফিফ খেলেন হার না মানা ৭৭ রানের ইনিংস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার কাছে প্রত্যাশা আরও বেড়ে গিয়েছিল। যদিও ভালো শুরু পেয়েও ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে বিদায় নিয়েছেন আফিফ।
বাংলাদেশি ব্যাটার আউট হয়েছেন দুর্দান্ত এক ক্যাচে। স্কয়ার লেগে অনেকটা দৌড়ে ঝাঁপিয়ে তার ক্যাচ তালুতে নেন মিয়াপ্পান। উইকেট বোলার আরিয়ান খানের ঘরে গেলেও এই আউটে মিয়াপ্পানের কৃত্বিত্ব কোনও অংশে কম নয়।
টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস মিরাজের:
টি-টোয়েন্টি ক্রিকেটে উপেক্ষিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপ দিয়ে আবারও দরজা খোলে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের। যেনতেন সুযোগ নয়, একেবারে ওপেনার ব্যাটার হিসেবে! মিরাজ সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।
ওপেনারের ভূমিকায় দেখা যাচ্ছে মিরাজকে। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে রানের ইঙ্গিত দিয়েও বেশিদূর যেতে পারেননি। তবে আজ দারুণ ইনিংস খেললেন এই ওপেনার। সাবির আলীর বলে এলবিডব্লিউ হওয়ার আগে খেলেছেন টি-টোয়েন্টিতে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
সাব্বির রহমানকে নিয়ে ওপেনিংয়ে ২৭ রান এনে দেওয়া মিরাজ একপ্রান্ত আগলে রেখে খেলেছেন। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ৪৬ রানের ইনিংস। ৩৭ বলের ইনিংসটি মিরাজ সাজান ৫ বাউন্ডারিতে। টি-টোয়েন্টিতে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮ রান।
পাঁচে নেমে মোসাদ্দেকের ২৭:
ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন মোসাদ্দেক হোসেন। তাতে আগের ম্যাচের ব্যর্থতাও কাটিয়ে উঠেছেন। ২৭ রান এসেছে তার ব্যাট থেকে।
প্রথম টি-টোয়েন্টিতে ছয় নম্বরে নেমে মাত্র ৩ রান করে ফিরেছিলেন মোসাদ্দেক। আজ পাঁচে নামেন ব্যাটিংয়ে। শুরু থেকেই আগ্রাসী মনোভাবে খেলতে থাকেন এই ব্যাটার। চার-ছক্কা দেখা গেছে তার ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৭ রানে কার্তিক মিয়াপ্পানের বলে আউট হয়ে গেছেন মোসাদ্দেক।
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More