বিয়ানীবাজারে ২৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার, মোটরসাইকেলসহ যুবক আটক

সিলেটের বিয়ানীবাজার থেকে ২৩৬ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারখাই থেকে এ ফেনসিডিল উদ্ধার ও ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিয়ানীবাজার থানার দুই নং চারখাই বাজারে চেকপোস্ট করাকালীন এ অভিযান পরিচালনা করেন।
আটক যুবকের নাম আকমল হোসেন (৩২); তিনি উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ি) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের পুত্র।
ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার এবং ফেনসিডিল বহনে মোটরসাইকেলসহ একজনকে আটকের তথ্যের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই ফয়সাল বাদী হয়ে মামলা দায়ের করেন।
আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Related News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উত্তরা, আগারগাঁও, কচুক্ষেতে জোরপূর্বক গুমের প্রমাণ মিলেছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা জানিয়েছে, তারা বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরায় র্যাব-১ সদরRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More