Main Menu

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বাংলায় ভাষণ উপলক্ষে স্মারক ডাকটিকিট

‘জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা (২৫ সেপ্টেম্বর ১৯৭৪-২৩ সেপ্টেম্বর ২০২০)’ উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডাক অধিদফতর ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে। সেই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে।

ঢাকায় ডাক ভবন মিলনায়তনে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত এবং ডাটা কার্ড ও সিলমোহর প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় মন্ত্রণালয়েরে সচিব মো. খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক অধিদফতরের মহাপরিচালক ফয়জুল আজিমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সর্বস্তরে বাংলা ভাষা চালু এবং বাংলা টাইপ রাইটার যন্ত্র প্রবর্তনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় বঙ্গবন্ধুর ভাষণ প্রদানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিদ্যাসাগর থেকে বঙ্গবন্ধু বাংলা ভাষার যে ভিত্তি রচনা করেছেন তা অসাধারণ।’

বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরী হিসেবেই নয়, বিশ্বের ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে বাংলায় ভাষণ আমাদের জন্য বড় অহংকার বলে উল্লেখ করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘শেখ হাসিনার হাতেই বাংলাদেশ ও বাংলা ভাষা সুরক্ষিত। আমরা স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছি।’

২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদানের দিনটি বাঙালি জাতির জন্য আরও একটি ঐহিহাসিক দিন বলে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বিস্ময়কর নেত্বত্বে বাংলাদেশ পৃথিবীর অন্যতম জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।’

এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, ‘এ বিষয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ করা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ ডাক অধিদফতরের মহাপরিচালক এটিকে একটি মহৎ উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *