সিলেটের আদালত চত্বর থেকে বিচারকের গরু চুরির ঘটনায় ৩ মাস পর ২ জন গ্রেফতার
সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর কোরবানির গরু চুরির ঘটনায় অবশেষে ২ চুরকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ২ চোরকে আদালতে তোলা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুর রহমান।
তিনি বলেন- ‘বিচারকের স্যারের গরু চুরির ঘটনায় একটি মামলা হয়েছিল। আমরা খুব মনোযোগ দিয়ে এ ঘটনার তদন্ত করি। এক পর্যায়ে ২ জনকে গ্রেফতার করি। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে তোলা হবে।’
এরআগে ১০ জুলাই ঈদের দিন সকালে আদালত চত্বর থেকে গরুটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ঈদের দিনই জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির কামাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More