Main Menu

সিলেটে সামাজিক সম্প্রীতি সমাবেশ আগামী শনিবার

অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে আগামী শনিবার সিলেটে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়াও সকল ধর্মের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিলেট জেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় এ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক ও সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাত, জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্ব্বানী অর্জ্জুন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. ফয়সাল হোসেন, সার্কেল এডজুটেন্ট মো. এনামুল, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুজন বনিক, ইসলামী ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মো. আলাউদ্দিন, ডিআইও মো. নূরুল ইসলাম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক মারিয়ান চৌধুরী, নারী ঐক্য পরিষদের সহ সভাপতি হাছিনা আক্তার প্রমুখ।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *