সিলেট নগরীর পায়রায় নতুন পানি লাইনের সংযোগের উদ্বোধন
সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকায় নতুন পানির লাইন সংযোগ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেছেন, নগরীর প্রত্যেকটি মানুষকে নাগরিক সুবিধা প্রদানের জন্য আমাদের পরিষদ সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। মানুষের সুবিধার্তে সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডের ড্রেন, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য নতুন নতুন ডিপ বসিয়ে পানির চাহিদা মেটানো হচ্ছে। আমাদের ১নং ওয়ার্ডের পায়রা এলাকাবাসী বেশ কয়েকদিন ধরে পানির সংকটে ছিলেন তাই নতুন আরেকটি লাইন সংযোগ করার ফলে পায়রা এলাকায় বিশুদ্ধ পানির আর কোন অভাব হবে না। পানির জন্য এলাকাবাসী কিছুদিন কষ্ট করার ফলে আমি দুঃখিত। আগামীতে ওয়ার্ডবাসীর আরও বেশি সেবা করতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, পায়রা সমাজ কল্যান সংস্থার সভাপতি মাহমুদুল হক মাছুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, উপদেষ্টা মোঃ সাদেক মিয়া, মোঃ তৈয়বুর রহমান, মোঃ শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাসুক আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্না, নজির হোসেন, রাজিব আহমদ, গোপাল চন্দ্র ঘোষ, নাসিফ চৌধুরী প্রমুখ।
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More