মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া (৩৫) ও আহাদ মিয়া (২৭)। তারা দুজনই যশোর জেলার বাসিন্দা।
জানা গেছে, আজ সোমবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে মা মেয়ে হ.ত্যা মাম.লায় ৩ জনের ফাঁ.সি
হবিগঞ্জের বাহুবলে মা মেয়ে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর)Read More
হবিগঞ্জে ৪ শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার শিশুকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেRead More