কান্দিগাও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় মেয়র আরিফ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি, দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সকল বেদাভেদ ভুলে গিয়ে আন্দোলন ঝাপিয়ে পড়তে হবে। গণতন্ত্র ও দেশের মানুষকে নিরাপদ রাখতে বিএনপিকে অগ্রনিভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, আ’লীগের বিভিন্ন নেতা সকাল থেকে শুরু করে ঘুমানোর আগপর্যন্ত বিএনপির বিরুদ্ধে কথা বলে। তারা দেশের মানুষের কথাভাবে না। বিএনপি জনগনের দল, জনগনের পাশে আছে পাশে থাকবে।
তিনি গতকাল শনিবার শহরতলীর ৮নং কান্দিগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৮নং ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মঈদ সোহেল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ চৌধুরী খসরু, সিলেট জেলার সাবেক যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, যুবদলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেদ সদস্য সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সুকুর, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদশাহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আকরাম আলী মাসুক, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সিরাজ মিয়া, আজম আলী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ওয়ারিজ আলী, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান ছানি, মদন মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, উপজেলার সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল বাছিত, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমক আলী, ৭নং ওয়ার্ড যুবদল নেতা লিটন আহমদ, সিরাজ উদ্দিন, ছাত্রদল নেতা সামছুদ্দোহা, বিএনপি নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা মিজানুর রহমান, ডা. এস, এম আব্দুল গফুর মান্না, এস, এম, সালম মুমিন, মাহবুব হোসেন মামুন, রানা আহমদ, আফজল হোসেন, জামিল হোসেন, নরুল আমিন আতাই, হাজি ইলিয়াস, সুনা মেম্বার প্রমুখ। -বিজ্ঞপ্তি
Related News
সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মুজাহিদুর রহমান সামির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোজাহিদ সামির স্বদেশ সফর শেষে যুক্তরাজ্যRead More
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিলেট সদর উপজেলায় বিক্ষোভ মিছিল
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক পবিত্র ধর্ম ইসলাম ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিরRead More