এশিয়া কাপে ভারতের দল ঘোষণা
এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দল ঘোষণা করেছে। পিঠের চোটের কারণে দল থেকে যশপ্রীত বুমরা ছিটকে গেলেও দলে ফিরেছেন লোকেশ রাহুল ও সাবেক অধিনায়ক বিরাট কোহলিও।
সোমবার এ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই।
চোট থেকে সেরে উঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে যান ভারতের সহ-অধিনায়ক। রাহুলের সঙ্গে দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলিও। ফর্মহীনতায় ভুগতে থাকা এ ব্যাটসম্যানকে বিশ্রাম দেয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে।
বুমরা ও হার্শালের অনুপস্থিতিতে ভারত দলে আছেন তিনজন স্বীকৃত পেসার—ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আবেশ খান। সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এশিয়া কাপে ভারতের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণয়, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, আবেশ খান।
স্ট্যান্ডবাই- শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, দীপক চাহার
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More