সিসিকে পালিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জন্মবার্ষিকী

সিলেট মুক্তযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী পালন করেছে সিলেট সিটি কর্পোরেশন। দিবস উদযাপন উপলক্ষে দিন ব্যাপি নানা আয়োজন ছিল সিসিকের।
শুক্রবার (৫ আগষ্ট ) সকালে দশটায় সিসিক প্রঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। দিন ব্যাপি আয়োজনের মধ্যে সকাল ১১ টায় নগর ভবনের সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জীবনীর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজ কল্যান কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
Related News

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন
ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদে এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে ২০% বাড়ী ভাড়া, ১৫০০Read More

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More